গাইবানà§à¦§à¦¾à¦° পলাশবাড়ী উপজেলার হরিণাথপà§à¦° ইউনিয়নে à¦à¦• অজানা পà§à¦°à¦¾à¦£à§€à¦° আকà§à¦°à¦®à¦£à§‡ à¦à¦•à¦œà¦¨ নিহত ও অনà§à¦¤à¦¤ ১২ জন আহত হয়েছেন। পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿ কয়েকদিন ধরে বিà¦à¦¿à¦¨à§à¦¨ জায়গায় লোকজনের ওপর হামলা করলেও সà§à¦¥à¦¾à¦¨à§€à¦¯à¦¼à¦°à¦¾ কেউ পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿à¦•à§‡ ঠিক মতো দেখতে পাননি। ফলে গà§à¦°à¦¾à¦®à¦¬à¦¾à¦¸à§€à¦¦à§‡à¦° মধà§à¦¯à§‡ বিরাজ করছে à¦à¦¯à¦¼ আর আতংক।
তারা কেউ অচেনা à¦à¦‡ পà§à¦°à¦¾à¦£à§€à¦•à§‡, তাদের à¦à¦¾à¦·à¦¾à¦¯à¦¼, ‘পাগলা শিয়াল’, কেউ ‘হায়েনা’ কিংবা ‘নেকড়ে’ হিসেবে বরà§à¦£à¦¨à¦¾ করছেন। উপজেলা নিরà§à¦¬à¦¾à¦¹à§€ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ মো. কামরà§à¦œà§à¦œà¦¾à¦®à¦¾à¦¨ নয়ন বলেছেন, যারা আহত হয়েছে তাদের জলাতঙà§à¦• রোগের টিকা দেয়া হয়েছে।
তিনি বলেন, “পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿ কেমন তা কেউ দেখেনি। তবে সà§à¦¥à¦¾à¦¨à§€à¦¯à¦¼à¦¦à§‡à¦° কথা শà§à¦¨à§‡ à¦à¦¬à¦‚ পà§à¦°à¦¾à¦£à§€ সমà§à¦ªà¦¦ বিà¦à¦¾à¦—ের করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾à¦¦à§‡à¦° সাথে আলাপ করে মনে হচà§à¦›à§‡ à¦à¦Ÿà¦¿ পাগলা শিয়াল হতে পারে।” তবে তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণà§à¦Ÿà¦¾à¦¯à¦¼ কাউকে আর আকà§à¦°à¦®à¦£à§‡à¦° খবর তারা পাননি।
গত ১৮ অকà§à¦Ÿà§‹à¦¬à¦° সà§à¦¥à¦¾à¦¨à§€à¦¯à¦¼ à¦à¦•à¦Ÿà¦¿ মসজিদের ইমাম ফেরদৌস সরকার মারা গেছেন। তিনি পà§à¦°à¦¾à¦¯à¦¼ ২০ দিন আগে হঠাৎ করে ওই পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿à¦° আকà§à¦°à¦®à¦£à§‡à¦° শিকার হয়েছিলেন মাঠে ঘাস কাটার সময়। তার চিৎকারে লোকজন à¦à¦—িয়ে à¦à¦²à§‡ পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿ পালিয়ে যায়। à¦à¦°à¦ªà¦° বেশ কিছà§à¦¦à¦¿à¦¨ নানা জায়গায় হà§à¦Ÿà¦¹à¦¾à¦Ÿ পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿à¦° আকà§à¦°à¦®à¦£à§‡à¦° শিকার হয়েছে অনà§à¦¤à¦¤ ১২ জন।
ফেরদৌস সরকারের ছোট à¦à¦¾à¦‡à¦¯à¦¼à§‡à¦° সà§à¦¤à§à¦°à§€ ফরিদা বেগম জানান, “২৯ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° দà§à¦ªà§à¦°à§‡ গরà§à¦° বাছà§à¦°à§‡à¦° জনà§à¦¯ ঘাস কাটতে গিয়েছিলেন à¦à¦¾à¦‡à¥¤ সেখানে ধানকà§à¦·à§‡à¦¤ আর বাà¦à¦¶à¦à¦¾à¦¡à¦¼ ছিল কাছে। হঠাৎ করেই à¦à¦¸à§‡ তাকে কামড়ে দিল। আরেকজন à¦à¦•à¦Ÿà§ দà§à¦°à§‡ ছিল তিনি à¦à¦—িয়ে à¦à¦¸à§‡à¦›à¦¿à¦²à§‡à¦¨ কিনà§à¦¤à§ পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿à¦•à§‡ চিনতে পারেননি।”
আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিলো তাকে। পরে জলাতঙà§à¦• টিকাও দেয়া হয়েছিলো। কিনà§à¦¤à§ শেষ পরà§à¦¯à¦¨à§à¦¤ মারা যান তিনি। সà§à¦¥à¦¾à¦¨à§€à¦¯à¦¼ গà§à¦°à¦¾à¦®à¦¬à¦¾à¦¸à§€à¦°à¦¾ বলছেন, ওই à¦à¦•à¦‡ দিন আরও কয়েকটি জায়গায় পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿à¦° হামলায় অনà§à¦¤à¦¤ তিনজন আহত হয়েছেন।
উপজেলা পà§à¦°à¦¾à¦£à§€à¦¸à¦®à§à¦ªà¦¦ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ ডা. আলতাব হোসেন বলছেন, ইতোমধà§à¦¯à§‡à¦‡ তারা মাঠে à¦à¦•à¦Ÿà¦¿ টিম পাঠিয়েছেন যাতে করে কোন পà§à¦°à¦¾à¦£à§€à¦•à§‡ হামলা করলে সেটিকে টিকা দেয়া যায়। তিনি আরও বলেন, কেউ টà§à¦°à§‡à¦¸ করতে পারছে না। আবার দেখতে কেমন তাও বলতে পারছে না। সবাই অনেকটা আনà§à¦¦à¦¾à¦œà§‡ বরà§à¦£à¦¨à¦¾ দিচà§à¦›à§‡à¥¤ তাই ঠিক জানি না à¦à¦Ÿà¦¿ কি শিয়াল নাকি অনà§à¦¯ কিছà§à¥¤ দেখলে অবশà§à¦¯à¦‡ চেনা যাবে। কোনো à¦à¦¾à¦¬à§‡à¦‡ অচেনা বা অজানা কিছà§à¦° সà§à¦¯à§‹à¦— নেই।
তবে সà§à¦¥à¦¾à¦¨à§€à¦¯à¦¼ বাসিনà§à¦¦à¦¾à¦°à¦¾ বলছেন, à¦à¦¯à¦¼ আর আতঙà§à¦•à§‡ সারà§à¦¬à¦•à§à¦·à¦£à¦¿à¦• লাঠি বহন ছাড়াও সনà§à¦§à§à¦¯à¦¾à¦° পর ঘর থেকে বের হতেই à¦à¦¯à¦¼ পাচà§à¦›à§‡à¦¨ তারা। তালà§à¦• কেওয়াবাড়ি à¦à¦²à¦¾à¦•à¦¾à¦° সাইদà§à¦° রহমানের সà§à¦¤à§à¦°à§€ নাজমা বেগম বলছেন, তার পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¶à§€ à¦à¦• আতà§à¦®à§€à¦¯à¦¼à§‡à¦° ১২-বছর বয়সী বাচà§à¦šà¦¾à¦° ওপর হামলা করেছিল পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¿à¥¤
তিনি বলেন, “পà§à¦°à¦¾à¦£à§€à¦Ÿà¦¾ হà§à¦Ÿ করে বের হয়। à¦à¦–নো ধরা যায়নি। তাই সবসময় লাঠি সাথে রাখি। সনà§à¦§à§à¦¯à¦¾à¦° পর ঘরে থাকার চেষà§à¦Ÿà¦¾ করছি।” তিনি বলেন, à¦à¦²à¦¾à¦•à¦¾à¦° মানà§à¦· দল বেà¦à¦§à§‡ চলাফেরা করছে à¦à¦¬à¦‚ পাহারা দিচà§à¦›à§‡à¥¤
পà§à¦°à¦¾à¦£à§€à¦¸à¦®à§à¦ªà¦¦ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ ডা. আলতাব হোসেন বলেন, ওই à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¯à¦¼ অনেক সময় চর à¦à¦²à¦¾à¦•à¦¾ থেকে খাদà§à¦¯à§‡à¦° জনà§à¦¯ শিয়াল বা ঠধরণের পà§à¦°à¦¾à¦£à§€ আসে। আবার কোন পà§à¦°à¦¾à¦£à§€ রোগে আকà§à¦°à¦¾à¦¨à§à¦¤ হলে বা মানসিক অসà§à¦¸à§à¦¥ হলেও বিহেà¦à¦¿à¦¯à¦¼à¦¾à¦° পà§à¦¯à¦¾à¦Ÿà¦¾à¦°à§à¦¨ চেঞà§à¦œ হতে পারে।
তবে কেউ পরিষà§à¦•à¦¾à¦° দেখলে বা সà§à¦¸à§à¦ªà¦·à§à¦Ÿ বিবরণ পেলে হয়তো বোà¦à¦¾ যাবে। তার আগে কোন মানà§à¦· আহত হলে সিà¦à¦¿à¦² সারà§à¦œà¦¨ অফিস টিকা দেবে আর পà§à¦°à¦¾à¦£à§€ আহত হলে আমাদের করà§à¦®à§€à¦°à¦¾ টিকা দেবে বলে জানান তিনি।
সূতà§à¦° : বিবিসি বাংলা।