যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান টিমোথি হাফকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার সহকারী এবং এনএসএর উপপরিচালক ওয়েন্ডি নোবেলকেও নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টিমোথি হাফ ‘ইউএস সাইবার কমান্ড’ এরও প্রধান। শুক্রবার (৪ এপ্রিল) এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, যা দুইজন বর্তমান ও একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলছে বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের বরখাস্ত করা হয়।
প্রতিবেদন অনুসারে, টিমোথি ও নোবলকে অপসারণের কারণ এখনো স্পষ্ট নয়। এই হঠাৎ সিদ্ধান্তে হোয়াইট হাউজ এবং পেন্টাগনও কোনো মন্তব্য করেনি।
টিমোথির স্থলাভিষিক্ত হিসেবে ইউএস সাইবার কমান্ডের ডেপুটি উইলিয়াম হার্টম্যানকে অস্থায়ী এনএসএ পরিচালক এবং এনএসএর নির্বাহী পরিচালক শিলা থমাসকে অস্থায়ী ডেপুটি পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কংগ্রেসের ডেমোক্রেট নেতারা। সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, একজন দক্ষ ও নিরপেক্ষ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার প্রতি চরম অবহেলা দেখিয়েছেন।
তিনি অভিযোগ করেন, হোয়াইট হাউজ এখন “একজন বিতর্কিত ষড়যন্ত্র তাত্ত্বিকের পরামর্শে” জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত নিচ্ছে, অথচ গোপন তথ্য ফাঁসের জন্য কেউই দায়িত্বশীল নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে তার অনুগতদের নিয়োগ দিয়েছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক পার্মানেন্ট সিলেক্ট কমিটির ডেমোক্র্যাট সদস্য জিম হাইমস ও সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্রেটিক ভাইস চেয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এনএসএর পরিচালক টিমোথিকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়ার্নার লিখেছেন, টিমোথির মতো এনএসএর একজন দলনিরপেক্ষ ও অভিজ্ঞ নেতাকে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্ত করার ঘটনা বিস্ময়কর।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের স্থানে তিনি নিয়োগ দিয়েছেন তার একান্ত অনুগতদের।