ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে প্রক্রিয়ার সূচনা হবে মে মাসের শুরুতেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং শিক্ষার্থীদেরও এই নির্বাচন নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। ফলে বর্তমান প্রশাসন সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্বাচন আয়োজনের লক্ষ্যে ২০২৩ সালের ডিসেম্বর থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ ও মতবিনিময় চলছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে ডাকসুকে কেন্দ্র করে ‘কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি’ গঠন করা হয়। এই কমিটি সাতটি বৈঠক করে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে, যা বর্তমানে সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায়।
ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় ও প্রাসঙ্গিক কাগজপত্র বিতরণও এরইমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া ডিন, প্রভোস্ট এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গেও চলছে আলোচনা।
পরবর্তী ধাপে, মে মাসের প্রথমার্ধেই নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ দেওয়া হবে। একই মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজও শেষ করবে কমিশন।
এরপর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন। যদিও নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি প্রশাসন।