যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অফ ফ্লোরিডা’র পক্ষ থেকে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্কে (3700 NW 11th Pl, Lauderhill, FL-33311, সানরাইজ স্টেডিয়ামের কাছে) এই বোনভোজনের আয়োজন করা হয়েছে।
বনভোজনের বিশেষ আকর্ষণ থাকবে বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান র্র্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ। এখানে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন আমন্ত্রিতরা।
আয়োজকরা জানান, বনভোজনের মুল প্রতিপাদ্য বিষয় বাংলাদেশের সংস্কৃতি উর্বর ইতিহাস যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। উক্ত বনভোজনে ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ করা হয়েছে।
আরো জানতে যোগাযোগ করতে পারেন-
আকবর হোসেন মোহন- 954-684-7282; মোস্তফা কামাল- 954-709-3959; কাজী ইকবাল- 561-325-1092 ও মিন্টো- 305-763-5482