জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির নাম প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। পুলিশ সন্দেহভাজনদের মধ্যে দুজনকে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করেছে। এ ছাড়া তাঁদের গ্রেপ্তারে সহায়তা করলে বা ধরিয়ে দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে।

ওই তিন ব্যক্তি হলেন আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। দ্য টাইমস অব ইন্ডিয়া

সূত্র জানায়, তিন পাকিস্তানি সন্ত্রাসী হলো আসিফ ফৌজি (ছদ্মনাম মূসা), সুলেমান শাহ (ছদ্মনাম ইউনুস) এবং আবু তালহা (ছদ্মনাম আসিফ)। বাকি দুইজন হলো কাশ্মীর উপত্যকার বাসিন্দা আদিল গুরি (আনন্তনাগের বিজবেহারা থেকে, যিনি ২০১৮ সালে পাকিস্তান গিয়েছিলেন) এবং আহসান (পুলওয়ামার বাসিন্দা, যিনি একই বছর পাকিস্তানে যান)।

হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের সহায়তা নিয়ে তিনজনের স্কেচ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করেছে, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছয় জন। সবার মুখে ছিল মাস্ক এবং হাতে একে ৪৭-এর মতো বন্দুক। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি পশ্চিমবঙ্গে।

এদিকে, হামলার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে ছুটে যান এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবারপ্রতি ১০ লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদের দুই লাখ এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের এক লাখ রুপি করে আর্থিক সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে।