à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° মà§à¦®à§à¦¬à¦¾à¦‡ থেকে মাদক মামলায় অবশেষে জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন শাহরà§à¦– খানের ছেলে আরিয়ান খান। কà§à¦°à§à¦œ কাণà§à¦¡à§‡ জামিন পেয়েছেন বাকি দà§à¦‡ অà¦à¦¿à¦¯à§à¦•à§à¦¤ আরবাজ মারà§à¦šà§‡à¦¨à§à¦Ÿ ও মà§à¦¨à¦®à§à¦¨ ধামেচাও। শনিবার সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ সময় বেলা ১১টার দিকে শাহরà§à¦–ের দেহরকà§à¦·à§€à¦° সঙà§à¦—ে মনà§à¦¨à¦¤à§‡ ফিরে আসেন আরিয়ান। ওই দিন বিকেলে ছাড়া পান আরবাজও। তবে আরিয়ান আর আরবাজ জেল থেকে বেরোলেও জেলেই রয়েছেন মà§à¦¨à¦®à§à¦¨à¥¤
à¦à¦¾à¦°à¦¤à§€à§Ÿ গণমাধà§à¦¯à¦® টাইমস অফ ইনà§à¦¡à¦¿à¦¯à¦¼à¦¾à¦¯à¦¼ পà§à¦°à¦•à¦¾à¦¶à¦¿à¦¤ রিপোরà§à¦Ÿ অনà§à¦¯à¦¾à¦¯à¦¼à§€, পেশায় মডেল মà§à¦¨à¦®à§à¦¨à¦•à§‡ à¦à¦–নও কিছà§à¦¦à¦¿à¦¨ জেলেই থাকতে হবে। কারণ, তার হয়ে বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦—ত বনà§à¦¡à§‡ সই করার মতো কেউ নেই। সেই কারণেই জামিন মঞà§à¦œà§à¦° হওয়ার পরেও অনেক চেষà§à¦Ÿà¦¾ করা সতà§à¦¤à§à¦¬à§‡à¦“, জেলের বাইরে বের হতে পারছেন না তিনি।
মà§à¦®à§à¦¬à¦¾à¦‡ হাইকোরà§à¦Ÿà§‡à¦° রায়ে সà§à¦ªà¦·à§à¦Ÿà¦à¦¾à¦¬à§‡ বলে দেওয়া হয়েছিল, à¦à¦• লাখ টাকার বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦—ত বনà§à¦¡à§‡à¦‡ জামিন দেওয়া হচà§à¦›à§‡ তিন অà¦à¦¿à¦¯à§à¦•à§à¦¤à¦•à§‡à¥¤ পাশাপাশি, à¦à¦• বা à¦à¦•à¦¾à¦§à¦¿à¦• বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦° সই জরà§à¦°à¦¿à¥¤ আরিয়ানের হয়ে à¦à¦• লাখ টাকার বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦—ত বনà§à¦¡à§‡ সই করেছেন অà¦à¦¿à¦¨à§‡à¦¤à§à¦°à§€ জà§à¦¹à¦¿ চাওলা। আদালতকে তিনি জানিয়েছিলেন, আরিয়ানকে তিনি ছেলেবেলা থেকেই চেনেন। তিনি তার দায়à¦à¦¾à¦° নিতে রাজি তিনি। আরিয়ানের ঘরে ফেরার বিষয়ে তিনি বলেছিলেন, আমি খà§à¦¬à¦‡ খà§à¦¶à¦¿ যে à¦à¦¤à¦¦à¦¿à¦¨ পর আরিয়ান বাড়ি ফিরতে পারবে।
জানা গেছে, মà§à¦¨à¦®à§à¦¨ মধà§à¦¯à¦ªà§à¦°à¦¦à§‡à¦¶à§‡à¦° সাগর জেলার বাসিনà§à¦¦à¦¾à¥¤ কিনà§à¦¤à§, তার পরিবারের কেউই à¦à¦–ন সেখানে থাকে না। তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। গত বছর তার মায়েরও মৃতà§à¦¯à§ হয়েছে। ফলে তার হয়ে জামিনের কাগজপতà§à¦°à§‡ সই করার মতো কেউই নেই। তবে মà§à¦¨à¦®à§à¦¨à§‡à¦° à¦à¦¾à¦‡ পà§à¦°à¦¿à¦¨à§à¦¸ ধামেচা করà§à¦®à¦¸à§‚তà§à¦°à§‡ দিলà§à¦²à¦¿à¦¤à§‡ থাকেন। à¦à¦‡ পরিসà§à¦¥à¦¿à¦¤à¦¿à¦¤à§‡ মà§à¦¨à¦®à§à¦¨à§‡à¦° আইনজীবী হাইকোরà§à¦Ÿà§‡ আবেদন জানিয়েছেন যাতে মà§à¦¨à¦®à§à¦¨ টেমà§à¦ªà§‹à¦°à¦¾à¦°à¦¿ কà§à¦¯à¦¾à¦¶ বেইল দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনà§à¦¯à¦¾à¦¯à¦¼à§€, à¦à¦–নও ওই আবেদন মঞà§à¦œà§à¦° হয়নি।
পà§à¦°à¦¸à¦™à§à¦—ত, মà§à¦¨à¦®à§à¦¨ ধামেচা পেশায় মডেল। কিছৠকাজও করেছেন তিনি। ৩৯ বছরের মà§à¦¨à¦®à§à¦¨ নিজের à¦à¦¾à¦‡à§Ÿà§‡à¦° সঙà§à¦—ে দিলà§à¦²à¦¿à¦¤à§‡à¦‡ থাকেন। তার আগে বছর ছয় à¦à§‹à¦ªà¦¾à¦²à§‡ থেকেছেন তিনি। তবে দিলà§à¦²à¦¿-মà§à¦®à§à¦¬à¦¾à¦‡à¦¯à¦¼à§‡à¦° যেকোনো পারà§à¦Ÿà¦¿à¦° চেনা মà§à¦– তিনি। সোশà§à¦¯à¦¾à¦² মিডিয়াতেও ফলোয়ার রয়েছে তার।
আদালতে মà§à¦¨à¦®à§à¦¨à§‡à¦° আইনজীবী জানিয়েছিলেন, কà§à¦°à§à¦œ পারà§à¦Ÿà¦¿à¦•à§‡ আকরà§à¦·à¦£à§€à¦¯à¦¼ করে তোলার জনà§à¦¯à¦‡ মà§à¦¨à¦®à§à¦¨à¦•à§‡ আমনà§à¦¤à§à¦°à¦£ জানানো হয়েছিল। বিনিময়ে তাকে পারিশà§à¦°à¦®à¦¿à¦• দেওয়ার কথাও নাকি বলা হয়েছিল। মডেলিংয়ের সূতà§à¦°à§‡à¦‡ মà§à¦¨à¦®à§à¦¨ আরিয়ানকে চিনতেন বলে জানা গেছে।