ইয়াংগুনে এএফসি উইমেন’স এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭–০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘সি’তে ২ জুলাই স্বাগিতক মিয়ানমারের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।
র্যাঙ্কিংয়ে বাহরাইন বেশ এগিয়ে। তাদের বিরুদ্ধে দারুণ ফুটবল উপহার দিয়েছে ঋতুপর্না চাকমা–শামসুন্নাহাররা। ১২৮ নাম্বারে থাকা বাংলাদেশের সঙ্গে কোনো বিভাগেই পেরে ওঠেনি ৯২তম স্থানে থাকা বাহরাইন।
ম্যাচের ১০ মিনিটেই গোলের খাতা খুলে দেন শামসুন্নাহার জুনিয়র। মাঝমাঠ থেকে স্বপ্না রানীর দূরপাল্লার থ্রু বল ধরে একাই গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। স্বপ্নার বাড়ানো বল ধরে বাঁ পায়ের চমৎকার শটে গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই বল জালে জড়ান তিনি। এরপর একের পর এক আক্রমণে রীতিমতো ছিন্নভিন্ন হয়ে যায় বাহরাইনের রক্ষণভাগ। ৩৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার কোহাতি কিসকু। এর আগে মারিয়া মান্দার ক্রসে বাহরাইনের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে আসে কোহাতির সামনে, যেখান থেকে তিনি আর ভুল করেননি।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের ঝড় আরও বাড়ান তহুরা খাতুন। প্রথমে মনিকা চাকমার লড়াকু প্রচেষ্টায় বল পেয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে জাল কাঁপান তিনি। মাত্র দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।
দ্বিতীয়ার্ধে বাহরাইন কিছুটা গোছানো ফুটবল খেলতে শুরু করলেও ৬০ মিনিটে আত্মঘাতী গোল করে দলটি। ৭৪ মিনিটে দুর্দান্ত গতিতে বল নিয়ে বাহরাইনের বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন মুনকি আক্তার। শেষ দিকে অফসাইডের কারণে বাতিল না হলে ৮-০ ব্যবধানের জয় হতে পারতো।