গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘যে কোনো দিন’ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (২৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতি আলোচনার জন্য ‘কয়েক সপ্তাহ ধরে দিনরাত’ কাজ করে যাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি যে যেকোনো দিন একটি যুদ্ধবিরতির চুক্তি হবে, যার আওতায় কমপক্ষে অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়া হবে, এবং ৬০ দিনের ওই চুক্তির মেয়াদ শেষে বাকি জিম্মিদেরও মুক্তি দেওয়া হবে।

গাজায় এখনও যারা জিম্মি রয়েছেন, তাদের প্রসঙ্গে রুবিও বলেন ভালো খবর হলো, এখন আর কোনো মার্কিন নাগরিক গাজায় নেই। তবে আমরা সব জিম্মির বিষয়ে সমানভাবে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, গাজায় যা হচ্ছে, তার একটি খুব সহজ সমাধান রয়েছে—সব জিম্মিকে মুক্তি দিন, অস্ত্র ফেলে দিন, তাহলেই হামাসের জন্য যুদ্ধ শেষ হয়ে যাবে।

কদিন আগেই দূত স্টিভ উইটকফ বলেছিলেন, হোয়াইট হাউস যুদ্ধবিরতি আলোচনায় তাদের সক্রিয় ভূমিকা কমিয়ে আনছে, কারণ হামাসের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সদিচ্ছার অভাব দেখা গেছে।