ভারতে তিব্বত সীমান্তের অরুণাচল প্রদেশে শতাধিক ঘর তৈরি করে চীন। ২০২০ সালের ডিসেম্বরে এমন দাবি করে ভারত। চীনের গ্রাম তৈরি নিয়ে ভারত যে দাবি করেছিল, এবার তা মার্কিন প্রতিরক্ষা বিভাগের রিপোর্টে উঠে এসেছে। এতে বলা এসেছে, ভারতের সীমান্তে আগ্রাসন চালানোর চেষ্টা চালাচ্ছে চীন।

২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম এই দাবি করে ভারত। আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি নিয়ে সরবও হয়েছিল নয়াদিল্লি। ভারত সেই সময় দাবি করে, অরুণাচল সীমান্তের ম্যাকমোহন লাইন পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চীন একটি আস্ত গ্রাম তৈরি করে, যা সম্পূর্ণ বেআইনি। যদিও এমন দাবি অস্বীকার করে বেইজিং।

স্যাটেলাইটের চিত্রেও দেখা যায় সীমান্তে চীনেও একটি গ্রাম তৈরি করে। ভারতের দাবি, তিব্বত সীমান্তে কয়েক বিলিয়ন ডলার খরচ করে চীন বড় বড় কাঠামো তৈরির চেষ্টা করে। চীন অবশ্য বরাবরই অরুণাচলের কিছু এলাকা তাদের অংশ বলে দাবি করে আসছে। এবার মার্কিন প্রতিবেদনেও বিষয়টি এসেছে।

এদিকে লাদাখ সীমান্ত নিয়েও চীন-ভারতের উত্তপ্ত বাক্য বিনিময় থামছেই না। গত বছর দুই দেশের সেনাদের সংঘাতে ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা প্রশমনে দুই দেশের সেনাদের উচ্চ পর্যায়ে ১৩ বার বৈঠকে বসলেও সমাধান পৌঁছাতে পারেনি।