বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল এম হারুন অর রশিদ ইন্তকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে এসেছিলেন।
চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউজে রাত যাপন করছিলেন তিনি। একটি মামলা সংক্রান্ত কাজে তিনি চট্টগ্রামে যান। সকালে তিনি রুম থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে বিছানায় তাঁর নিথর দেহ দেখতে পান গেস্ট হাউজের কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি জন্ম গ্রহণকারী হারুনুর রশিদ ২৪ ডিসেম্বর ২০০০ সাল থেকে ১৬ জুন ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। অবসর গ্রহণের পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর কারণ জানা যায়নি এখনো।