ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ছিলেন ত্রাণের খোঁজে থাকা মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, খাদ্য সংকটের কারণে অপুষ্টিতে একই দিনে আরও চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজার বড় একটি অংশ এখন ‘ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে। গাজা সিটির একটি আবাসিক ভবনে বিমান হামলায় আটজন এবং তুফাহ এলাকায় আরও দু’জন নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।
ইসরায়েল সম্প্রতি গাজা সিটিতে তাদের হামলা আরও তীব্র করেছে। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা শহরটি দখলের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনা কার্যকর হলে লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যেতে বাধ্য করা হতে পারে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে, এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেও এর বিরোধিতা দেখা গেছে।
গাজা সিটির বাসিন্দারা নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত, কারণ ইসরায়েল তাদের শহর ছেড়ে আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। একজন বাস্তুচ্যুত নারী, ওয়ালা সুবহ, যিনি যুদ্ধ শুরুর পর বেইত লাহিয়া থেকে গাজা সিটিতে এসেছিলেন, এখন আর কোথাও যাওয়ার উপায় নেই। তিনি বলেন, ‘আমরা কোথাও যেতে পারি না, আমাদের আয়ও নেই। যদি আমাদের বের করে দিতে চায়, তবে অন্তত থাকার জায়গা দিক, তাঁবু দিক—বিশেষ করে বিধবা, শিশু আর অসুস্থদের জন্য।’
আরেক বাসিন্দা উম সাজেদ হামদান জানিয়েছেন, তিনি এই নির্দেশ মানবেন না। তিনি বলেন, আমি পাঁচ সন্তানের মা, স্বামী জেলে। এক জায়গা থেকে আরেক জায়গায় সন্তানদের নিয়ে পালানো সম্ভব নয়। আল-মাওয়াসিতে যাওয়ার চেয়ে আমি গাজা সিটিতেই মৃত্যুর মুখোমুখি হতে রাজি।
আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা গাজা দখলের এই পরিকল্পনাকে ‘ভয়াবহ উসকানি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েল আবারও গাজা পুরোপুরি দখল করতে চাইছে।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আলমাসরি মনে করেন, গাজা সিটিতে ইসরায়েলের হামলা বাড়লে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষরা ইতিমধ্যেই বহুবার বাস্তুচ্যুত হয়েছেন এবং এখন অনাহারে ভুগছেন। আলমাসরি এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার একটি বৃহত্তর কৌশলের অংশ বলেও বর্ণনা করেন। তার মতে, ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখল করতে চায়।