উত্তর আমেরিকার চুরাশিয়ানদের বহুল প্রতীক্ষিত এবং হৃদয়ছোঁয়া চতুর্থ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্কে। গত ১৯ জুলাই শনিবার টরন্টোর এজাক্সের অডলি রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলায় এই ঘোষণা দেয়া হয়।
এ উপলক্ষে ২২ জুলাই মঙ্গলবার বন্ধুত্বের টানে মাত্র কয়েক ঘন্টার নোটিশে সাধারণ কর্মদিবসেও বিপুল সংখ্যক চুরাশিয়ান নিউইয়র্কে মিলিত হয়েছিল। দূর দুরান্ত থেকে নিউইয়র্কে আসা তিন চুরাশিয়ান বন্ধুকে স্বাগত জানাতে কুইন্সের হিলসাইডের এক পার্টি হলে বসে জমজমাট আড্ডা। সিঙ্গাপুর থেকে আসা জাহাঙ্গীর আলম জনি, ফ্লোরিডা থেকে আসা আশরাফ উদ্দিন ও টেক্সাস থেকে আসা ইফতেখার আলম লিটকে ফুল দিয়ে স্বাগত জানায় যথাক্রমে সোহানা আহমেদ, ফারজানা হক ও সাবিরা করিম।
আবদুল্লাহ মাহেরের চমৎকার আবৃত্তি পর নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চুরাশিয়ানদের গর্ব হাসান মাহমুদ একটির পর একটি অসাধারণ গান উপহার দিয়ে পুরো আসর মাতিয়ে রাখেন। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন মির্জা শওকত, রাব্বি সাঈদ, নুরুল হক, আবুল ফজল দিদারুল ইসলাম, ফারুক হোসাইন মজুমদার, হাবিবুল বাশার, জহির উদ্দিন, আরিফ আহমেদ, হুমায়ুন কবির, মজিবুর রহমান জকন, মোহাম্মদ ওয়াহিদ, শেখ শাহিদ, নিয়াজ আহমেদ, মোহাম্মদ সাহিদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শামস চৌধুরী রুশো ও নাদির খান।
অনুষ্ঠানে ৪র্থ নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা ২০২৬ নিউইয়র্কে আয়োজনের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। একটি সুন্দর ও জাঁকজমকপূর্ণ মিলনামেলা উপহার দেয়ার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য শীঘ্রই একটি সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য, সম্প্রতি তৃতীয় নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলাটি অনুষ্ঠিত হয় ১৯ জুলাই ২০২৫ কানাডার টরন্টোতে।
উল্লেখ্য, উত্তর আমেরিকান চুরাশিয়ান ফোরাম মূলত ১৯৮৪ সালে মাধ্যমিক পাশ করা বন্ধুদের নিয়ে গঠিত একটি সক্রিয় ও সংবেদনশীল সম্প্রদায়, যাঁরা এখন উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বসবাস করলেও হৃদয়ে লালন করেন স্কুল জীবনের অটুট বন্ধুত্বের স্মৃতি।