থাইল্যান্ডের আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আজ ২২ আগষ্ট শুক্রবার আদালত জানায়, তার বিরুদ্ধে রাজকীয় অবমাননা বিষয়ে আনা অভিযোগের পর্যাপ্ত প্রমাণ নেই, তাই তাকে খালাস দেওয়া হলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সমালোচনাকে দেশটিতে অপরাধ হিসেবে গণ্য করা হয়। প্রতিবেদনে বলা হয়, সিনাওয়াত্রার বিরুদ্ধে রাজকীয় অবমাননার কঠোর আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। তবে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুক্রবার তাকে খালাস দেয় আদালত।
জানা যায় রাজকীয় অসম্মানের অভিযোগ প্রমাণিত হলে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতো। থাকসিনের আইনজীবী উইনিয়াত চ্যাতমন্ত্রি সাংবাদিকদের বলেছেন, আদালত থাকসিনের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে। থাকসিন তার আইনজীবীর সামনে হাসিমুখে আদালত ত্যাগ করেন। তবে কোন মন্তব্য করেননি।
২০০০ সালের গোড়ার দিকে দুবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন থাইল্যান্ড থেকে পালিয়ে যান। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৫ বছর ধরে স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন। এরপর ২০২৩ সালের আগস্টে দেশে ফিরে আসেন। দেশে পৌঁছানোর পর থেকেই থাকসিনকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে স্বাস্থ্যগত সমস্যার কারণে তাকে কারাগারের পরিবর্তে পুলিশ হাসপাতালের একটি ব্যক্তিগত কক্ষে নিয়ে যাওয়া হয়।