টি-টোয়েনà§à¦Ÿà¦¿ বিশà§à¦¬à¦•à¦¾à¦ªà§‡ আফগানিসà§à¦¤à¦¾à¦¨-নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡ মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° হিসেবটা খà§à¦¬ পরিষà§à¦•à¦¾à¦°à¥¤ কিউইরা জিতলে সেমিফাইনাল, হারলেই বাদ। তখন আবার à¦à¦¾à¦—à§à¦¯à§‡à¦° ছোà¦à§Ÿà¦¾à§Ÿ শেষ চারের টিকিট কাটার সà§à¦¯à§‹à¦— থাকে গà§à¦°à§à¦ª-২ à¦à¦° অনà§à¦¯à¦¤à¦® পà§à¦°à¦¤à¦¿à¦¦à§à¦¬à¦¨à§à¦¦à§à¦¬à§€ à¦à¦¾à¦°à¦¤à§‡à¦°à¥¤ à¦à¦¾à¦—à§à¦¯à¦¦à§‡à¦¬à§€ বোধহয় à¦à¦¿à¦¨à§à¦¨ কিছà§à¦‡ লিখে রেখেছিল। আফগানদের বিপকà§à¦·à§‡ ৮ উইকেটের জয়ে শেষচারে উঠে গেছে নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à¥¤ তাতে à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° সেমিসà§à¦¬à¦ªà§à¦¨ à¦à¦–ানেই শেষ হয়ে গেলো।
আবৠধাবি সà§à¦Ÿà§‡à¦¡à¦¿à§Ÿà¦¾à¦®à§‡ পিচ দেখে শà§à¦°à§à¦¤à§‡ বà§à¦¯à¦¾à¦Ÿà¦¿à¦‚য়ের সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নেয় আফগানিসà§à¦¤à¦¾à¦¨à¥¤ কিনà§à¦¤à§ কিউইদের বোলিং নৈপà§à¦£à§à¦¯à§‡ ৫৬ রানে ৪ হারিয়ে তারা শà§à¦°à§à¦¤à§‡à¦‡ কোণঠাসা হয়ে পড়ে। সà§à¦•à§‹à¦°à¦¬à§‹à¦°à§à¦¡ তখন সমৃদà§à¦§ হয়েছে নাজিবà§à¦²à§à¦²à¦¾à¦¹ জাদরানের বিধà§à¦¬à¦‚সী à¦à§‚মিকার কারণে। ৪৮ বলে à§à§© রানের ইনিংস খেলেছেন। ৬টি চারের বিপরীতে তার ইনিংসে ছিল ৩টি ছয়ের মার। নবী ২০ বলে ১৪ রান করে সঙà§à¦—ী ছিলেন। তাদের বিদায়ের পর আফগানিসà§à¦¤à¦¾à¦¨ ৮ উইকেটে থামে ১২৪ রানে।
১ৠরানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন টà§à¦°à§‡à¦¨à§à¦Ÿ বোলà§à¦Ÿà¥¤ মà§à¦¯à¦¾à¦šà¦¸à§‡à¦°à¦¾à¦“ হন তিনি। দà§à¦Ÿà¦¿ নিয়েছেন টিম সাউদি। à¦à¦•à¦Ÿà¦¿ করে নেন অà§à¦¯à¦¾à¦¡à¦¾à¦® মিলনে ও জেমস নিশাম।
জবাবে নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡à¦° জয়ের পথে বাধা হয়ে দাà¦à§œà¦¾à¦¤à§‡ পারেনি রশিদ খান, মà§à¦œà¦¿à¦¬ উর রহমানরা। ডà§à¦¯à¦¾à¦°à§‡à¦² মিচেল ও মারà§à¦Ÿà¦¿à¦¨ গাপটিলকে ফেরানো গেলেও জয়ের পথ থেকে কেন উইলিয়ামসন ও ডেà¦à¦¨ কনওয়েকে সরানো যায়নি। শà§à¦°à§à¦¤à§‡ মিচেল ১২ বলে ফেরেন ১ৠরান করে। গাপটিল ২৩ বলে ২৮ রানে ফিরলে জà§à¦Ÿà¦¿ গড়ে খেলেছেন কেন ও কনওয়ে। তাদের ৬৮ রানের জà§à¦Ÿà¦¿à¦‡ সেমির পথে পৌà¦à¦›à§‡ দিয়েছে নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à¦•à§‡à¥¤ কেন ৪২ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলেছেন। কনওয়েও অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৬ রানে। তাদের সà§à¦¬à¦¾à¦¦à§‡ নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡ ২ উইকেট হারিয়ে জয় পায় ১৮.১ ওà¦à¦¾à¦°à§‡à¥¤