গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে চলতি সপ্তাহে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো বহু মানুষ। দেশটির কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। গত বুধবার এবং বৃহস্পতিবার ইকুয়েটুর প্রদেশে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে এই দুর্ঘটনাগুলো ঘটে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, কঙ্গোর মানবিক কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীতে প্রায় ৫০০ যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে যায়। এতে অন্তত ১০৭ জন মারা যান।
প্রতিবেদনে বলা হয়েছে, লুকোলেলা অঞ্চলের মালাঞ্জে গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে ২০৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কঙ্গোর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় এখনো ১৪৬ জন নিখোঁজ আছেন।
এর আগের দিন বুধবার বাসানকুসু অঞ্চলে আলাদা দুর্ঘটনায় একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে অন্তত ৮৬ জন মারা যান। তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে ঠিক কতজন নিখোঁজ আছেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।
দুটি ঘটনার একটিরও কারণ জানা যায়নি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর অনুসন্ধান অভিযান চালায় নৌবাহিনীর কর্মীরা। এ ছাড়া স্বেচ্ছাসেবকরাও উদ্ধার অভিযানে অংশ নেন। দেশটির কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা সেবা, শোকাহত পরিবারগুলোকে সহায়তা এবং জীবিতদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র : আলজাজিরা