রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্র্রেন আটকা পড়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা স্টেশনের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং শেষে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি লাইন পরিবর্তনের সময় একটি পয়েন্ট ভেঙে যায়। এ সময় ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা স্টেশন থেকে ছাড়ার প্রায় ৩০০ গজ পর ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। অনেক যাত্রী অভিযোগ করেন, এসময় তাদের মালামাল খোয়া গেছে।
ট্রেনের এক যাত্রী নুরবানু বলেন, আমি পাশের সিটে ব্যাগ রেখে বাথরুমে যাই। তখন দুর্ঘটনা ঘটে। ফিরে এসে দেখি ব্যাগটি নেই।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার থেকে আসা পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছায় পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে চারটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, এ ঘটনার ফলে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর ও অন্যান্য ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এসব ট্রেন চলাচল করতে পারবে না।
ফলে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আংশিক যাত্রীরা সিডিউল অনুযায়ী গন্তব্যে যেতে পারছেন না।