শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, পরদিন ২ অক্টোবর বিজয়া দশমীর দিন রয়েছে সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে, বিভিন্ন সময় দুর্গাপূজায় এক দিনের সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলেও এবার তা আগে থেকেই ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে দুর্গোৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বেশি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি ধরে মোট ১১ দিনের টানা ছুটি পাবে, যা শেষ হবে ৬ অক্টোবর। ক্লাস শুরু হবে ৭ অক্টোবর থেকে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পূজার ছুটিতে থাকবে। সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি ধরে মোট ১২ দিনের ছুটি উপভোগ করবে শিক্ষার্থীরা। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

অন্যদিকে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি রাখা হয়েছে মাত্র ২ দিন—১ ও ২ অক্টোবর। মাদরাসাগুলোর জন্য দুর্গাপূজায় কোনো ছুটি নির্ধারিত নেই, ধর্মীয় নীতির কারণে তারা এই ছুটির আওতায় পড়ে না।

ছুটির এই ব্যবস্থাপনায় স্পষ্ট যে, সরকার নতুন ছুটির কাঠামোতে ধর্মীয় ও শিক্ষাগত বাস্তবতা বিবেচনায় রেখেছে। ফলে সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য দুর্গোৎসব এবার আরও দীর্ঘ ছুটির আমেজ নিয়ে এসেছে।