রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক বন্ধ থাকার পর ফ্লাইট ওঠানামা ফের শুরু হয়েছে। রাত ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় রাত ৯টা থেকে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানায়।
রাত ৯ টা বাজার চার মিনিট পর অবতরণ করে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট। উড্ডয়নের অপেক্ষায় আছে ইউএস-বাংলা, ইন্ডিগোসহ আরও কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।
শনিবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে এয়ারফিল্ডে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট বিপর্যয় হলেও বিমানবন্দরে আগত যাত্রীদের সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন এক যাত্রী। তিনি বলেন, আমার সিঙ্গাপুর যাওয়ার কথা, আজ রাত ১০টা ২৫ মিনিটে ফ্লাইট ছিল। আসার সময়ই শুনেছি যে বিমানবন্দরে আগুন লেগেছে। অথচ ফ্লাইট ডিলে হবে কি হবে না বা ফ্লাইট কখন ছাড়বে সেটা নিয়ে কোনো তথ্য এখানে বোর্ডে বা ডিজিটাল স্ক্রিনে দেখাচ্ছে না। দেখালে সুবিধা হতো। এটা নিয়ে বিড়ম্বনায় আছি।












