জামালপুরে ইজি বাইক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো চারজন আহত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চল এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮) এবং জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০)।
গুরুতর আহত জাহাঙ্গীর, সাদিকা,ফারজানা, সন্দ্যা এবং শিশু আরশ এবং অজ্ঞাত আরও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত এবং তিতপল্লা ইউনিয়নের।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামের একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। তাঁদের মধ্য থেকে আরও তিনজন মারা যান। অপর তিনজনের চিকিৎসা চলছে।












