চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
আহত এরশাদ উল্লাহকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা হাসপাতালে যাচ্ছি। সর্বশেষ অবস্থা পরে বলতে পারব।”
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।












