ঢাকার তিন স্থানে সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে ও মঙ্গলবার ভোরে তিনটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। রাত পৌনে ১টা থেকে ৪টার মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।

এর মধ্যে রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। রাজধানীর তিনটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়েছে।

রাত একটার দিকে রায়েরবাগে, দুইটার দিকে যাত্রাবাড়ী এবং সবশেষ ভোর চারটায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল।

এছাড়া গতকাল সোমবার সকাল ও সন্ধ্যায় রাজধানীর অন্তত ১০ স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।