রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত কয়েকদিনে ঢাকায় হাতবোমা বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বিবেচনায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, “রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনবোধে আটক করা হবে।”