আগামী বছরের ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের চতুর্থ আসর সামনে রেখে ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এই নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান।
সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাওয়ার সুযোগ আছে। তাদের মধ্যে মাত্র ২৩ জন বিদেশি ক্রিকেটার মেগা নিলাম থেকে দল পাবেন।
সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই আইপিএলের মেগা নিলামে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস ক্রিকেটারেরা। মারুফাকে প্রশংসায় ভাসিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। স্বর্ণা আক্তার বিশ্বকাপে ৭ ম্যাচে ব্যাটিংয়ে ১১৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন। রাবেয়া খান ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেছিলেন।
পাঁচ দলের ডব্লুপিএল ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে শুরু হওয়া টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ খেলেননি। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর।
তাদের সবার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি (বাংলাদেশি ৪১ লাখ ৩৩ হাজার টাকা)। আইপিএলের মেগা নিলামের জন্য ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, এর মধ্যে ১৪৪ জন ভারতীয় ও ৮৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে।












