এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। যেখানে দাপুটে ফুটবল খেলে বিশাল জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২২ নভেম্বর) চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। এদিন জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক।

ম্যাচের ১১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মানিকের ক্রসে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন রিফাত কাজী। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক নিজেই। নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালে জড়ান তিনি। ৪৩ মিনিটে আসে তৃতীয় গোল।

ডি বক্সে জটলার মধ্য থেকে পাওয়া বলের ঠিকানা খুঁজে নিতে অসুবিধা হয়নি মানিকের। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানী ছোটনের দল।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও দুটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ৷ ৪৯ মিনিটে ব্যবধান ৪-০ করেন বায়েজিত বোস্তামি। ৮৮ মিনিটে শেষ গোলটি আসে আকাশ আহমেদের পা থেকে। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই। ৬ দলের লড়াইয়ে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূলপর্বে খেলার সু্যােগ পাবে।