দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের দক্ষিণ দিকে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে! এটি আগামী ৬ ঘন্টার মধ্যেই সুস্পষ্ট লঘুচাপে পরিনত হতে পারে। সেই সঙ্গে এটি নিম্নচাপে পরিনিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে তারা।

পোস্টে বলা হয়েছে, লঘুচাপ কেন্দ্রের ৫০ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিমি। যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে প্রায় ৪৫ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে, এটি বর্তমানে বাংলাদেশ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২৩০০ কিমি দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। একটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিন্মচাপে পরিনত হতে পারে। পরবর্তীতে অনুকূল পরিবেশ বজায় থাকা সাপেক্ষে আরও শক্তিশালী হতে পারে।