অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ ব্যক্তির নিহত হয়েছে বলে জানা গেছে। এতে আরও অন্তত ১২ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর আল জাজিরা, বিবিসি ও সিএনএনের
খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে এক বা একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ জীবন বাঁচাতে সৈকত এলাকা ছেড়ে দৌড়ে নিরাপদ স্থানের দিকে ছুটে যান। এ সময় প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
পুলিশ সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত দুজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে একজন বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা গেছে।
বর্তমানে বন্ডি সমুদ্রসৈকত এলাকায় পুলিশি অভিযান চলছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে জরুরি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।











