ময়মনসিংহে একটি ছাত্রী হোস্টেল থেকে তাসফিয়া আক্তার নিগার নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর কলেজ রোড এলাকার হোস্টেল থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন।

নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিগার জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা ছিলেন।

হোস্টেলের ছাত্রীরা জানায়, মঙ্গলবার বিকেল তিনটার পর থেকে নিগারের কক্ষ ভেতর থেকে দরজা লাগানো ছিল। বারবার ডাকাডাকির পরও দরজা খোলেনি। পরে পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, কলেজ শিক্ষার্থী নিগার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।