৬০ বছরে পা রেখে সালমান খানের এই জন্মদিন তাই শুধু ব্যক্তিগত উদযাপন নয়—এটি তাঁর বর্ণাঢ্য যাত্রার উদযাপন এবং বলিউডে তাঁর অনন্য, সময়কে অতিক্রম করা উত্তরাধিকারের প্রতি এক সম্মাননা, যা আজও কোটি ভক্তকে অনুপ্রাণিত করে চলেছে।
আজ, ২৭শে ডিসেম্বর, ৬০ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। গতকাল রাতে, সালমান খান পানভেলে নিজের ফার্মহাউসে জন্মদিনের একটি জমকালো পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানে অসংখ্য বলিউড তারকা উপস্থিত ছিলেন, এবং তাদের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

জন্মদিনের অনুষ্ঠানে সালমান খান মিডিয়ার সঙ্গে এক বড় কেক কেটে উদযাপন করেন। তিনি কালো টি-শার্ট এবং নীল ডেনিমে আকর্ষণীয় লুকে লেন্সবন্দী হয়েছেন। বার্থডে পার্টিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন। সালমানের বাবা-মা সেলিম খান এবং সালমা খান, বোন অর্পিতা খান শর্মা স্বামী আয়ুশ শর্মা ও সন্তান আহিল এবং আয়াত উপস্থিত ছিলেন।
এছাড়াও, আরবাজ খান ও তার স্ত্রী শুরা খান তাদের নবজাতক কন্যা সেফারাকে নিয়ে আসেন। আরবাজ ও সোহেল খানের ছেলে নির্বান ও আরহান খানও অনুষ্ঠানে ছিলেন।
সালমান খানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি গ্ল্যামারাস লুকে উপস্থিত হয়ে ভাইজানকে শুভেচ্ছা জানান। তিনি ঝলমলে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন। পাশাপাশি এমএস ধোনি তার স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। সঞ্জয় দত্তও কালো টি-শার্টে এসে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সোনাক্ষী সিনহার স্বামী জাহির ইকবাল এবং রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা তাদের দুই সন্তানকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।
জন্মদিনের আনন্দের সঙ্গে সালমান খান তার ভক্তদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছেন। “দ্য ব্যাটল অফ গালওয়ান” ছবির টিজার ২৭শে ডিসেম্বর প্রকাশ করা হবে। ছবির নির্মাতারা দুপুর ২টা থেকে ৪টার মধ্যে গুরুত্বপূর্ণ ক্লিপ প্রকাশ করবেন। অপূর্ব লাখিয়ার পরিচালিত এই ছবিতে চিত্রাঙ্গদা সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।












