কনকনে শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর ঢাকার জনজীবন। ভোরের আলো ফোটার আগেই ঢাকার বাতাসে শীতের তীক্ষ্ণ ছোবল অনুভূত হচ্ছে। দুপুর গড়ালেও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। রবিবার (৪ জানুয়ারি) রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।
এতে শীতের প্রকোপ কমছে না। এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। শহরের ব্যস্ত এলাকায় যেখানে মানুষ কোট-সোয়েটারে নিজেদের ঢেকে নিচ্ছেন, সেখানে ফুটপাতে থাকা মানুষগুলো পুরনো কাপড়, পলিথিন কিংবা বস্তা গায়ে জড়িয়ে ঠাণ্ডা ঠেকানোর চেষ্টা করছেন।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, জানুয়ারি মাসজুড়েই শীত ও কুয়াশার প্রকোপ অব্যাহত থাকতে পারে।
তিনি আরো বলেন, ‘সোমবার মধ্যরাত থেকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।’ ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি। এদিকে কুয়াশার প্রভাবে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়েছে, শীতের কষ্টে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।












