দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করেছে, সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৪ হাজার টাকার সীমা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম হিসেবে ধরা পড়েছে। নতুন এই দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) স্বর্ণ দাম বাড়ানো হয় ভরিতে চার হাজার ১৯৯ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মূল্য দাঁড়িয়েছে ২,৪৪,১২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৩২,৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৯,৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৬৩,৮২১ টাকা।

স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬,৫৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫,৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪,০৮২ টাকা।

বাজুসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি চলার কারণে স্থানীয় ক্রেতাদের মূল্য পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি।