বাংলাদেশে বিদ্যমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশটিতে নিযুক্ত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার কূটনৈতিক মিশন এবং ও সহকারী মিশনগুলোতে কর্মরত-কর্মকর্তাদের ওপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের সব মিশনে পুরো মাত্রায় খোলা এবং কার্যকর থাকবে।
ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও অন্যান্য সহকারী হাইকমিশনগুলোকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ (পরিবার ছাড়া থাকার ব্যবস্থা) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য এবং শিশুরা ভারতে ফিরে আসছেন। তবে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও ভারতীয় মিশনের কার্যক্রম বা কূটনীতিকদের উপস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। ঢাকার ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার সহকারী হাইকমিশনগুলো আগের মতোই সম্পূর্ণ সচল থাকবে এবং কূটনৈতিক ও কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রাখবে।
গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা এবং বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে দিল্লির পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬-এ বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগমুহূর্তে জননিরাপত্তা এবং কূটনৈতিক কর্মীদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারত সরকার এই ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ গ্রহণ করেছে।












