আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ জানুয়ারি) জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এদিকে, নির্বাচনী প্রচারণায় পোস্টার হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। সকালে নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী প্রচারণায় অটোরিকশায় মাইক ব্যবহার করা যাবে।

তবে পরিবেশ দূষণ যেন না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বলেন, ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের ২৬৫টি কেন্দ্র আছে। অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।