ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ারসহ ছয় জন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালের দিকে রাজ্যের বারামতি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। অজিতের এক ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজরও এই খবর সত্য বলে জানিয়েছেন।
ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সূত্রে জানা গেছে, বিমানে থাকা ছয়জনেরই মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই।
অজিত পাওয়ার মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা। বয়সজনিত কারণে শারদ পাওয়ার রাজনীতি থেকে একপ্রকার অবসর গ্রহণের পর এনসিপির হাল ধরেন অজিত।











