ভারতের আসামে বন্যায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)। এতে বন্যায় ওই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জন হয়েছে। এখনো বেশ কিছু জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জলমগ্ন রাজ্যের ১২ লাখ মানুষ। দিন যত যাচ্ছে দুর্ভোগ বেড়েই চলছে বানভাসী মানুষের। তবে পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখনো ব্রহ্মপুত্র এবং অন্যান্য তিনটি বড় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।
এদিকে, টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি, মুম্বাই ও উত্তর প্রদেশসহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য। শনিবার সকালে দিল্লির বেশির ভাগ জায়গায় ভারী বৃষ্টি হয়ে তৈরি হয় জলাবদ্ধতা। এতে যানচলাচল ব্যাহত হওয়য়ায় ভোগান্তি পড়েন বাসিন্দারা।
এদিকে, হারিকেন বেরিলের তান্ডব শেষ হয়ে গেলেও রয়ে গেছে প্রভাব। ঝড়ের কবলে পড়া দেশগুলোতে ব্যাপক ক্ষতির পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। আমেরিকার দক্ষিণ-পূর্ব টেক্সাসের বেশিরভাগ এলাকা এখনো বিদ্যুতহীন। চিকিৎসাসহ স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। নষ্ট হয়ে গেছে প্রচুর হিমায়িত মজুদ খাবার।
অন্যদিকে, তীব্র তাপপ্রবাহে ইতালিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানী রোমসহ ১১টি শহরে শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। তাপমাত্রা শিগগিরই কমবে না বলেও পূর্বাভাস দেয়া হয়েছে। প্রচণ্ড গরমের কারণে ঐতিহাসিক শহরগুলোতে কমেছে পর্যটক।











