আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ফুটবলের ১৭তম আসর।

উদ্বোধনী দিনে তিনটি ভেন্যুতে খেলা হবে। দেশের পাঁচটি ভেন্যুতে এবারের বিপিএল ফুটবলের খেলাগুলো হবে। এবার অংশ নিচ্ছে দশটি দল।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এবারের মৌসুমে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় দুই ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ও শেখ জামালকে দেখা যাবে না।

উদ্বোধনী দিনে কিংস অ্যারেনা মাঠে প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ক্লাব। নিজেদের প্রথম খেলায় জয় দিয়ে আসরে শুভ সুচনা করতে চায় দুই দলই।

আরেক খেলায় গাজীপুরে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুটি খেরাই শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

বিকাল সাড়ে ৫টায় দিনের শেষে খেলায় মুন্সিগঞ্জে ব্রার্দাস ইউনিয়নের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।