স্প্যানিশ লিগ ফুটবলে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার সিরামিকা স্টেডিয়ামে বার্সেলোনা ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিক ভিয়ারিয়ালকে।

ম্যাচের দ্বাদশ মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন গাভি। গোলটির উৎস ছিলেন তরুণ লামিন ইয়ামাল। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। ২৬তম মিনিটে এক গোল শোধ করে ভিয়ারিয়াল। কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেডে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ। ৪০তম মিনিটে আরো একটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্বাগতিকরা।

পেদরাসার নিচু ক্রস পেয়ে ক্লাবের হয়ে প্রথম গোল করেন আলেক্সজান্ডার সরলথ।দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিট পর এগিয়ে যায় ভিয়ারিয়াল। পেদরাসার বাড়ানো বল ধরে বাঁকানো শটে গোল করেন আলেক্স বায়েনা। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে বার্সা।

অবশেষে ৬৮তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে কাতালানরা। এর তিন মিনিট পর পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কির গোলে বার্সাকে এগিয়ে যায় ৪-৩ ব্যবধানে।ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে তারা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।