আমেরিকান সেনাদের সহায়তাকারী আফগান দোভাষীদের শিগগিরই যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘোষণা আসছে। পাঁচটি সূত্রের বরাত দিয়ে সংবাদ এজেন্সি রয়টার্স এই নিউজ প্রকাশ করেছে।

আফগানিস্তানে ২০ বছরের আগ্রাসন শেষে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনাদের দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু আফগানিস্তানের তাদের সঙ্গে কাজ করা দোভাষী, ক্লিনার, পাচক ও দারোয়ানরা ভয় পাচ্ছেন যে-তালেবান তাদের ওপর প্রতিশোধ নেবে।

আমেরিকান ও ন্যাটো সেনাদের সহযোগিতা করায় তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসাবে মূল্যায়ন করছে তালেবান বিদ্রোহীরা। শুধু তাই নয়, তাদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এসব আফগান নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ রয়েছে। গতমাসে শর্তসাপেক্ষে কিছু দোভাষীকে আশ্রয়ের প্রতিশ্রুতি দেয় হোয়াইটস হাউস।

এসব শর্তের মধ্যে রয়েছে, আবেদনকারীকে অন্তত দুই বছর মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করার প্রমাণ থাকতে হবে। এর কম হলে তার আবেদন বাতিল করা হবে।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেতে আবেদন করেছেন ১৮ হাজার আফগান দোভাষী।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তাকারী আফগান নাগরিকদের চ্যাটার্ড বিমানে করে যুক্তরাষ্ট্রে নেওয়া শুরু হবে।

এদিকে আফগানিস্তানের তিন হাজার নাগরিককে নিজ দেশে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে ব্রিটিশ সরকার জানায়, আফগানিস্তান থেকে পশ্চিমা সামরিক বাহিনী প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ঝুঁকির মুখে থাকা আফগানিস্তানের এসব নাগরিককে সরিয়ে নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে একমত পোষণ করেছেন।