‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর ওপর নির্মাণাধীন প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্যে গান’-এ কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর।

নিউ ইয়র্ক থেকে ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’-এর ব্যানারে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্রটি। পরিচালনা করছেন লেখক ও সাংবাদিক শামীম আল আমিন।

৩০ মার্চ ঢাকার ইস্কাটনের ধ্বনিচিত্র স্টুডিওতে প্রামাণ্যচিত্রটির সম্পূর্ণ ধারা বর্ণনায় কণ্ঠ দেন আসাদুজ্জামান নূর। বাংলা ভাষায় নির্মিত এই প্রামাণ্যচিত্রে ইংরেজি সাবটাইটেল উঠবে। থাকবে কনসার্ট সম্পর্কিত দৃশ্য, সাক্ষাৎকার ও দৃষ্টিনন্দন গ্রাফিকসের কাজ। পরিচালনার পাশাপাশি স্ক্রিপ্টও লিখেছেন শামীম আল আমিন।

নির্মাতা জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর এই বছরে ঐতিহাসিক সেই কনসার্টেরও ৫০ বছর পূর্ণ হতে চলেছে। এমন একটি অসাধরণ সময়ে প্রামাণ্যচিত্রটির কাজ প্রায় শেষের দিকে।

শামীম আল আমিন বলেন, ‘ঐতিহাসিক সেই কনসার্টকে ঘিরে এমন উদ্যোগে আসাদুজ্জামান নূরের মতো একজন কিংবদন্তিতুল্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের অংশগ্রহণ কাজটিকে অনেক সহজ ও হৃদয়গ্রাহী করে তুলবে।’ তিনি বলেন, ‘অন্য অনেকের মতো আমারও ছেলেবেলার নায়ক আসাদুজ্জামান নূর। যখন ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের কথা ভেবেছি, তখন থেকেই ভাবনাজুড়ে ছিল ধারা বর্ণনার কণ্ঠটি হওয়া চাই তাঁর। প্রচণ্ড ব্যস্ত থাকেন। রাজনীতিতেও আলোকিত মুখ। ফলে সাংস্কৃতিক কাজের বাইরেও তাঁকে জড়িয়ে থাকতে হয় অন্য অনেক কিছুতে।’

শামীম আল আমিন আরো বলেন, ‘এই কাজে অবশ্যই সঙ্গে থাকতে চান তিনি। আমি অপেক্ষা করেছি। অবশেষে তাঁর দরাজ কণ্ঠে মূর্ত হয়ে উঠল দ্য কনসার্ট ফর বাংলাদেশ।’

শামীম আল আমিন জানান, কণ্ঠধারণসহ অন্যান্য কাজে প্রচণ্ডরকম সহায়তা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল এবং একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজা। এই দুজনের অবদানের কথা স্মরণ করেন নির্মাতা।

নির্মাতা আরো জানান, এরই মধ্যে প্রামাণ্যচিত্রটি নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এতে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কনসার্টে অংশ নেওয়া ওস্তাদ আলী আকবর খাঁ’র বড় ছেলে ওস্তাদ আশীষ খাঁ, আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন, ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনের ইমেরিটাস প্রফেসর জেমস অকোয়েন, খ্যাতিমান লেখক জ্যোতিপ্রকাশ দত্ত, কনসার্টের প্রত্যক্ষদর্শী লিন্ডা অ্যান্তোনোসি, কাজী সাহিদ হাসান এবং অভীক দাশগুপ্ত।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর অসামান্য এক কীর্তি ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। যার উদ্যোক্তা ছিলেন একসময়ের সাড়া জাগানো ব্যান্ডদল দ্য বিটলস’র গুরুত্বপূর্ণ সদস্য জর্জ হ্যারিসন এবং ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক রবি শঙ্কর। সেই আয়োজনে যুক্ত হয়েছিলেন আরো অনেক খ্যাতিমান শিল্পী।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনের সেই কনসার্টটি নানা কারণেই ইতিহাসের অনবদ্য অংশ। ১৯৭১ সালের ১ আগস্ট রবিবার অনুষ্ঠিত কনসার্টটির দুটি শো আজও বাংলাদেশের মানুষের কাছে ভীষণ আবেগের। আর বিশ্ববাসীর জন্য এখনো তা মানবিকতার উজ্জ্বল উদাহরণ।