বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম ডট বিডি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’-এর ফাইনাল রাউন্ড আগামী ৯ ডিসেম্বর (শনিবার) এবার ফ্লোরিডা মায়ামী তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চ্যানেল আই এবং এফবিটিভি ও এফবিনিঊজ ২৪৭ ডট কম সার্বিক সহযোগীতা ও যৌথ ভাবে পরিচালনা করছে অনুষ্ঠানটি।
নাঈম খান দাদন, টিটন মালিক, ইশতিয়াক সিদ্দিক বাবু, আওলাদ হাওলাদার, সুমন বিশ্বাস, মিথাড খান, দিপু জামান গোলাম মোর্শেদ, আওয়াল দয়ান, মোহাম্মদ খোরশেদ, এমরান জনি, ঈমন করিম এর সার্বিক তত্বাবধানে এত বড় পদক্ষেপ সম্ভব হয়েছে বলে জানালেন আয়োজকরা। এই আয়োজনে সমগ্র আমেরিকা ও বিশেষ ভাবে ফ্লোরিডা বাঙালী সমাজের আনন্দের শেষ নেই। এজন্য চ্যানেল আই কে অসংখ্য ধন্যবাদ জানান সবাই।
বাংলাদেশের সংগীত প্রতিভা অন্বেষন বাংলাদেশের সব চেয়ে বড় রিয়েলিটি শো. এই প্রথম বারের মত একই মঞ্চে বাংলাদেশের জীবন্ত তিন কিংবদন্তী রুনা লায়লা, সামিনা চৌধুরী এবং রেজওয়ান চৌধুরী বন্যার পরিবেশনা উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষি দর্শকরা উপভোগ করতে পারবে। সপ্তম চ্যালেন আই সেরা কন্ঠ এর চ্যাম্পিয়ন / প্রথম রানার আপ/ দিতীয় রানার আপ ছাড়াও আরও বেশ কিছু চমক আছে বলে জানান চ্যানেল আই সেরা কন্ঠের প্রকল্প প্রধান ইজাজ খান স্বপন।