করোনার টিকার তৃতীয় ডোজের অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার।

সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী মিকায়েল ডলস্টেন বৃহস্পতিবার এ তথ্য জানান।

খবরে বলা হয়, আগামী মাসের মধ্যে ফাইজার করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে করোনা টিকার বুস্টার ডোজের (তৃতীয় ডোজ) অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে যাওয়া এবং টিকা নেওয়ার ছয় মাস পর পুনরায় আক্রান্ত হওয়ার যথেষ্ট তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয় খবরে।

খবরে বলা হয়, টিকা নেওয়ার ছয় মাস পর পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে যায় বলে তথ্য পাওয়া গেছে।

মিকায়েল ডলস্টেন বলেন, ফাইজার ও বায়োএনটেক অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ভ্যাকসিনের একটি সংস্করণ বিশেষভাবে ডিজাইন করা শুরু করেছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, যেসব আমেরিকান দুই ডোজ টিকা নিয়েছেন তোদের বুস্টার ডোজ নিতে হবে না। এমন সময়ে ফাইজারের এ বিজ্ঞানী বুস্টার ডোজের অনুমোদন চাওয়ার পরিকল্পনার কথা জানালেন।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ট প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে বলে— যদি বিজ্ঞান প্রমাণ করতে পারে যে, করোনা প্রতিরোধে বুস্টার ডোজ অবশ্যই প্রয়োজন, তবে আমরা প্রস্তুত আছি।