আফগানিস্তা‌নে আটকা পড়া ১২ বাংলা‌দে‌শি নাগ‌রিক অবশেষে ১৬০জন আফগান শিক্ষার্থী‌র স‌ঙ্গে আমেরিকান সাম‌রিক ঘাঁ‌টি‌তে পৌঁ‌ছে‌ছেন।

শ‌নিবার রা‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন এক বার্তায় এ তথ্য জা‌নিয়ে‌ছেন।

ড. মো‌মেন ব‌লেন, ‘আফগান শিক্ষার্থী‌দের সঙ্গে ১২ বাংলাদেশি আমেরিকান সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। শিগ‌গিরই তারা একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আস‌বেন।’

এর আগে, ২৫ আগস্ট বুধবার থে‌কে কাবুল বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করেও ১৫ বাংলাদেশিসহ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী বাংলাদেশে আসতে পারেননি।

এর মধ্যেই বৃহস্পতিবার কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বোমা হামলা হয়। ওই বোমা হামলায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানে এ পর্যন্ত ২৯ বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে দেশটির কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

তাদের মধ্যে দুজনকে আমেরিকান বিমান বাহিনীর মাধ্যমে কাবুল থেকে কাতারে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ব্র্যাকের তিন কর্মকর্তাকে কাজাখস্তানে সরিয়ে নেওয়া হয়েছে।