ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে তুষার ভ্রমণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আনন্দ উদ্দীপনার মাধ্যমে বিলাসবহুল বাসে করে ১৩ ফেব্রুয়ারি রোববার প্রবাসে এ ভ্রমণের আয়োজন করা হয়। এর জন্য লাগো ডি আলেগে বেলুনো নামক সৌন্দর্যময় সাদা বরফে আচ্ছন্ন জায়গাটি বেছে নেওয়া হয়।

প্রবাসীরা সাদা শুভ্র বরফের সঙ্গে সবাই পুরো দিনটিকে আনন্দ আর হই হুল্লোড়ের মাধ্যমে কাটান। প্রবাস জীবনে ক্লান্তির পরে একটু প্রশান্তি খুঁজে পান বাংলাদেশি। তুষার ভ্রমণ করতে স্থানীয় সময় সকাল ৮টায় জলকন্যা খ্যাত পর্যটক নির্ভর মেসরে ইন্টারস্পের মার্কেটের সামনে থেকে বিলাসবহুল বাস বরফের রাজ‍্যের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে যাত্রা বিরতি দিয়ে বেলা পৌনে ১১টায় পৌঁছায় বরফের রাজ‍্যে। এ সময় সবাই ক‍্যাবল কারের রোমান্সকর অভিজ্ঞতা নিয়ে সমতল ভূমি থেকে যখন প্রায় দুই হাজার মিটার উপরে, তখন মনে হয় যেন গোটা পৃথিবীটাই সাদা। চারদিক শুধু সাদা আর সাদা। যেন গোটা এলাকাটাই বরফের সাদা চাদর জড়িয়ে আছে গায়ে। এ অন্যরকম অনুভূতি, এক অদ্ভুত ভালো লাগা।

এর আগে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে তুষার ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সার্বিক তত্ত্বাবধান করেন। তিনি প্রবাস জীবনের আনন্দ অনুভূতি প্রকাশ করে বলেন, সুন্দর আনন্দঘন আয়োজনের পুরো সময়টাই ছিল আনন্দ উল্লাসে ভরপুর, রাশি রাশি বরফ কণার সঙ্গে মিতালীতে মেতেছিলেন সবাই। সারাদিন কেটেছে হই হুল্লোড় আর নানা ধরনের দেশীয় খেলাধুলার মাধ্যমে। তাছাড়া সমতল ভূমি থেকে প্রায় দেড় হাজার মিটার উপরে বরফের মধ্যে শিশুদের দৌড়, পুরুষদের ২৫০ মিটার দৌড়, নারীদের চোখ বেঁধে লাঠি দিয়ে হাড়ি ভাঙ্গা উপস্থিত সবার নজর কেড়েছে।

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের এ শীতকালীন ভ্রমণ সফল করার জন্য সারাক্ষণ যারা তৎপর ছিলেন, তাদের মধ্যে অন্যতম ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, অর্থ সম্পাদক কবির হোসাইন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজুল ইসলাস সরকার তাজ এবং প্রচার সম্পাদক নূরে আলম প্রমুখ।

শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং সবার মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আনন্দ আয়োজনের সফল সমাপ্তি করা হয়।