পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়ক দেবের অপর পরিচয়, তিনি রাজ্যের সাংসদ। আর এবার সেই রাজনৈতিক কারণেই ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) মুখোমুখি হতে হচ্ছে তাকে।

আজ (১৫ ফেব্রুয়ারি) সকালে সিবিআই অফিসে হাজির হয়েছেন দেব। জানা যায়, সেখানে তাকে গরুপাচার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই।

সিবিআইয়ের নোটিশে অবশ্য তলবের কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি দেবকে। হিন্দুস্তান টাইমসের খবর, গরুপাচার মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তৃণমূল সাংসদ তথা দেবের নাম এসেছে। গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক। তার সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তাদেরকেই প্রশ্নের মুখোমুখি করছে গোয়েন্দারা।

এদিকে, দেবের পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও একাধিকবার তলব করেছে সিবিআই। তলব এড়াতে আদালতের দ্বারস্থ হলেও রেহাই পাননি অনুব্রত। গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক মূলত অনুব্রতর বন্ধু।

সূত্র: হিন্দুস্তান টাইমস