গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। শনিবার (২০ ডিসেম্বর) মুম্বইয়ে আমেরিকান ডিজে ডেভিড গুয়েটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। অন্য একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সামান্য আঘাত পেয়েছেন নোরা। তবে এখন সুস্থ আছেন তিনি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, এটি আমার জীবনের সবচেয়ে ট্রমাটিক দুর্ঘটনা।
নিজের শারীরিক অবস্থার বর্ণনা জানিয়ে তিনি বলেন, গতকাল শনিবার এই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হই আমি। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আমার গাড়িতে তিনি সজোরে ধাক্কা দেন। এতে গাড়ির ভেতরে ছিটকে আমার মাথা কাঁচের সঙ্গে লাগে। এখন আমি ঠিক আছি। তেমন বড় কোনো চোট নেই।
তিনি বলেন, বেঁচে আছি এটাই বড় বিষয়। আমি সবাইকে বলবো, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।
আঘাত পাওয়ার পরও কনসার্টে গিয়ে পারফর্ম করেন নোরা। বলিউড বিশ্লেষকরা অবশ্য নোরার এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলছেন, এই অবস্থান নোরার কাজের ও ভক্তদের প্রতি দায়বদ্ধতাকেই প্রমাণ করে।












