দেশের জনপ্রিয় গীতিকার রাসেল ও’নীল আর নেই। বৃহস্পতিবার দিনগত রাতে নাখালপাড়ার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান গণমাধ্যমকে এই গীতিকারের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গীতিকার রাসেল ও’নীল মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জনপ্রিয় এই গীতিকারের মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার প্রতি শোক জানাচ্ছেন।
রাসেল ও’নীলের অনেক গানের সুরকার-গায়ক ও ঘনিষ্টজন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, রাতেই তিনি দুঃসংবাদটি পেয়েছেন। এ ঘটনায় তিনি খুব মর্মাহত হয়েছেন।
এছাড়া ব্যাকগ্রাউন্ডে শোকের কালো রঙ নিয়ে তিনি ফেসবুকে লেখেন, ‘ফের দেখা হবে বদ … !! এইটা কি করলি তুই !!’
উল্লেখ্য, এক সময় ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন রাসেল ও তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরে রাসেল ও’নীল নামেই পরিচিতি পেতে থাকেন রাসেল। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অনেক গানের কথাই লিখেছেন তিনি। বাপ্পা মজুমদারসহ আরও গুণী শিল্পীরাও গান করেছেন তার কথায়। এছাড়া একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করতেন তিনি।
রাসেল ও’নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’, ‘মনটা তোমার কেনা’ প্রভৃতি।