টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা কারো অজানা নয়। দীর্ঘ ১৪ বছরের বেশি সময় ধরে ভালোবাসার বাঁধনে রয়েছেন তারা। গত পাঁচ বছর ধরে লিভ-ইন করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে এই জুটির বিয়ে নিয়ে সমালোচনার শেষ নেই টালিপাড়ায়।

কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভক্তদের এই প্রশ্ন বহু বছর ধরেই। বরাবরই তারা জানিয়েছেন, সঠিক সময় হলেই করবেন। এবার যেন সেই অপেক্ষা প্রহর ফুরালো। বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। জানালেন,ইতোমধ্যেই বিয়ের কেনাকাটাও শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। তারকা যুগলের একটি ঝলকবার্তা থেকে খবরটি প্রথম ছড়ায়। সেখানেই ঐন্দ্রিলা জানিয়েছেন, তাঁরা নতুন বছরে নতুন জীবন শুরু করতে চলেছেন। যার প্রাক পর্ব মানে কেনাকাটা শুরু। সদ্য বড়দিন গিয়েছে। বছরশেষের উদযাপন দোরগোড়ায়। উৎসবের আবহে বিয়ের ঘোষণা করতেই দুই অভিনেতার অনুরাগীরা উচ্ছ্বসিত।

তাঁরাও অনেক দিন ধরে দিন গুনছেন, কবে তাঁদের দুই প্রিয় অভিনেতা সফল দম্পতি হবেন।অঙ্কুশ-ঐন্দ্রিলার ভাগ করে নেওয়া ভিডিও অনুযায়ী, উভয়েই তাঁদের বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত দিতে চলেছেন পোশাকশিল্পী অভিষেক রায়কে। তাঁর পোশাক সম্ভার থেকে নায়িকাকে বেনারসি, বিয়ের গয়না, নায়ককে শেরওয়ানি, পাঞ্জাবি বেছে নিতে দেখা গেছে।

বিয়ের তারিখ এখনও জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে ধারণা করা হচ্ছে, বছরের শুরুতেই হয়তো ভক্তদের চমকটা উপহার দেবেন এই দম্পতি।

এদিকে বিয়ের খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি। দীর্ঘদিনের প্রেমের পর একসঙ্গে বাকিটা জীবনও কাটিয়ে দেবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এমনটাই প্রত্যাশা সকলের।

বিস্তারিত জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেক–তিন জনের সঙ্গেই গনমাধ্যমকর্মীরা যোগাযোগের চেষ্টা করেছিলেন তবে তিন জনের এক জনও ফোনে সাড়া দেননি।