ব্যাটম্যানের জোকারের বেশে হাতে ছুরি নিয়ে জাপানের রাজধানী টোকিওর একটি ট্রেনে আগুন দিয়েছেন এক হামলাকারী। টোকিওর হ্যালোইন সমাবেশে অংশ নিতে যাওয়া ওই ট্রেনের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে বিশ্বের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিনজুকুতে কিও এক্সপ্রেস লাইনের ট্রেনে হামলার এই ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যমে বলছে, ২৪ বছর বয়সী এক যুবক ব্যাটমানের জোকারের পোশাকে টোকিওর একটি চলন্ত ট্রেনে অগ্নিসংযোগ করেছেন। পুলিশ সন্দেহভাজন ওই হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স বলছে, ট্রেনে অগ্নিসংযোগ এবং ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব এক ব্যক্তি ছুরিকাঘাতে চেতনা হারিয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী ওই যুবক ট্রেনের চারদিকে তরল ছিটিয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেন।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের টুইটারে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ট্রেনের ভেতরে লোকজনের দৌড়ে পালানোর দৃশ্য লাইভ করছেন। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে ছোট একটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
অন্য এক ভিডিওতে দেখা যায়, জরুরিভাবে ট্রেনটি একটি প্ল্যাটফর্মে থেমে গেছে। সেখানে ট্রেনের ভেতর থেকে যাত্রীরা জানালা দিয়ে প্ল্যাটফর্মে লাফিয়ে পড়ছেন।
একজন প্রত্যক্ষদর্শী আতঙ্কিত যাত্রীদের দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণ করে জাপানি দৈনিক ইয়োমুরি শিম্বনকে বলেন, আমি ভেবেছিলাম কেউ হয়তো হ্যালোইনের স্টান্ট করছেন। পরে আমি একজনকে এই পথে হাঁটতে দেখলাম; ধীরে ধীরে একটি লম্বা ছুরি নাড়ছেন তিনি। ছুরিটি রক্তাক্ত ছিল বলে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।
হামলার পর টোকিওর কিও লাইনে ট্রেন চলাচল আংশিক স্থগিত করা হয়। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ঘটনার পর শিনজুকু রেল স্টেশনে অগ্নিনির্বাপণ কর্মী, পুলিশের অনেক সদস্যের পাশরপাশি জরুরি সার্ভিসের যানবাহন দেখা যায়।