ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। আজ রোববার (২২শে অক্টোবর) সকালে এ ভূকম্পন হয় জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। তবে পার্শবর্তী অনেক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন অঞ্চলও কেঁপে উঠেছে ভূমিকম্পে। তবে এই ভূমিকম্পের কারণে হতাহতের খবর পাওয়া যয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।
এদিকে নেপাল এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ জানালেও মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস বলছে, রিখাটর স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ২। এ ছাড়া নেপালে, ভারত ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলেও জানায় ইউএসজিএস।
তিব্বতীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত নেপাল। তাই বিভিন্ন সময়ে ভূমিকম্প হয় দেশটিতে। এর আগে গত ৩ অক্টোবর ভূমিকম্প হয়েছিল নেপালে। ২০১৫ সালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটির প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়।