টেলিভিশনে লাইভ চলাকালে অনেক সময় অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হতে হয় প্রতিবেদককে। সম্প্রতি তেমনই এক অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের এক প্রতিবেদকের সাথে।
ডাব্লিউআইসিএস নিউজ চ্যানেল টোয়েন্টির প্রতিবেদক জ্যাকব এমারসন লেক স্প্রিংফিল্ড নিয়ে সেখানে লাইভ প্রতিবেদন করছিলেন। এ সময় হঠাৎ তার পেছনে থাকা একটি গাড়িকে লেকের পানিতে তলিয়ে যেতে দেখা যায়। জ্যাকব তাৎক্ষণিকভাবে ক্যামেরাপারসনকে ওই গাড়ির দিকে ক্যামেরা ধরতে বলেন। কয়েকজন ব্যক্তি ওই গাড়ির পাশেই একটি নৌকায় দাঁড়িয়ে ছিলেন। তবে দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না।
গত ২৯ জুলাইয়ের এই ঘটনা ব্রায়ান ফ্লয়েড নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর তা ভাইরাল হয়েছে। শেয়ার করার মাত্র ৪ ঘণ্টার মধ্যে তা দেড় লাখ বারের মতো দেখা হয়েছে। অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অনেকেই লাইভ চলাকালে প্রতিবেদক যে বুদ্ধিমত্তার সাথে দর্শকদের গাড়ির ঘটনায় টেনে নিয়ে গেছেন, তার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার গাড়ির যাত্রীদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এবিসি টোয়েন্টির প্রতিবেদন অনুযায়ী ওই তলিয়ে যাওয়ার সময় গাড়িটি খালি ছিল। গাড়ির মালিক এক নারী আর একটি কিশোরের সাথে লেকে নৌকার ঘুরতে গিয়েছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।