তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফগানিস্তান দলকে বহনকারী বিমানটি।
রাতে বিমানবন্দর থেকেই চট্টগ্রামে চলে যাবে আফগানরা। একদিন বিরতি দিয়ে তেসরা ও চৌঠা জুলাই অনুশীলনে নামেবে নবী-রশিদরা। এরপর ৫ই জুলাই চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ।
দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ৮ ও ১১ই জুলাই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ হলে আফগানিস্তানের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় মুখোমুখি হবে শান্ত-লিটনরা।